ঈদে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

Ayas-ali-Advertise
ঈদে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ও নতুন নোটের প্রতীকি ছবি।
ঈদে নতুন নোট বিনিময় স্থগিত করল বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক ও নতুন নোটের প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

এবারের পবিত্র ঈদুল ফিতর-২০২৫ উপলক্ষে জনসাধারণের জন্য নতুন নোট বিনিময় কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। অর্থাৎ, ১৯ মার্চ থেকে নতুন টাকা ছাড়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে। এ কারনে এবারের ঈদে নতুন টাকা পাওয়া যাবে না।

সোমবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের যুগ্ম পরিচালক মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ থাকবে। ব্যাংকগুলোর শাখায় সংরক্ষিত ফ্রেশ নোট বিনিময়ের পরিবর্তে সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, পুনঃপ্রচলনযোগ্য নোট ব্যবহার করে নগদ লেনদেন সম্পন্ন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল, ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত নতুন নোট বিনিময়ের পরিকল্পনা করা হয়েছিল।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪