পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটের বিশ্বনাথে মৌলভী আব্দুল মতিন ট্রাস্ট অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকাল ১০টায় খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা এলাকায় প্রায় শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমটি পরিচালনা করেন মৌলভী আব্দুল মতিন ট্রাস্টের সভাপতি মাওলানা আবুল বশর মো. ফারুক। এসময় তিনি বলেন, রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ট্রাস্টের পক্ষ থেকে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:: বিশ্বনাথে সুবিধাবঞ্চিতদের মাঝে ছমরু মিয়া ট্রাস্টের নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ।