এবার পরিবর্তন হলো দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। মহাকাশে অবস্থানরত বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিত হবে বাংলাদেশ স্যাটেলাইট-১ হিসেবে।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এ প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, স্যাটেলাইটের নাম পরিবর্তনের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেয় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি। এছাড়া, সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর এবং সজীব ওয়াজেদ উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়ার নাম পরিবর্তন করে যথাক্রমে প্রাইমারি উপগ্রহ ভূকেন্দ্র, গাজীপুর ও সেকেন্ডারি উপগ্রহ ভূকেন্দ্র, বেতবুনিয়া করার প্রস্তাব দেয় বিএসসিএল।
আরও পড়ুন:: তথ্য উপদেষ্টার দায়িত্ব পেলেন মাহফুজ আলম।