একুশের প্রথম প্রহরে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, সদস্য কামরুল আশিকী, রাজা মিয়া, কামরুল হাসান প্রমুখ।

এর আগে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্বনাথ উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, থানা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাব, দেওকলস ইউনিয়ন পরিষদ এবং শুক্রবার সকালে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪