বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মীনি তাহসিনা রুশদীর লুনা বলেছেন, ‘বিগত ১৭ বছর মানুষের কোনো উন্নয়ন হয়নি, হয়েছে শুধু আওয়ামী লীগের। যারা বিএনপি করতেন, তারা ছিলেন উন্নয়নবঞ্চিত। তবুও, প্রবাসে থাকা নেতৃবৃন্দের সহযোগিতা নিয়ে মানুষের পাশে থেকেছে বিএনপি। আর উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আওয়ামী লীগ।’
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেটের বিশ্বনাথে ‘বিশ্বনাথ সোসাইটি ইউকে’র উদ্যোগে ও শাহ্ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ১৬০টি অস্বচ্ছল পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
বক্তব্যে তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণ আগামি ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নিজেদের মহামূল্যবান আমানত ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করে সরকার গঠনে সহযোগিতা করবেন। বিএনপি সরকার গঠন করলে বিশ্বনাথ উপজেলাকে অনিয়ম-দুর্নীতিমুক্ত শান্তির জনপদে পরিণত করতে কাজ করব।’
বিশ্বনাথ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিনের সভাপতিত্বে পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. শাহজাহান ও পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন ইয়াসিন আলী ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য্য, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি মাছুম আহমদ মারুফ, পৌর কৃষক দলের আহ্বায়ক নুর আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) শামসুল ইসলাম, কাতার প্রবাসী জহির মিয়া, উপজেলা যুবদলের সদস্য সিহাব উদ্দিন, উপজেলা ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক জুনেদ আহমদ প্রমুখ।
আরোও পড়ুন:: কোনো শক্তিই ইসলামী আন্দোলন থামাতে পারবে না- মাওলানা হাবিবুর রহমান।