কোনো শক্তিই ইসলামী আন্দোলন থামাতে পারবে না- মাওলানা হাবিবুর রহমান

Ayas-ali-Advertise
কোনো শক্তিই ইসলামী আন্দোলন থামাতে পারবে না
বক্তব‌্য রাখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
কোনো শক্তিই ইসলামী আন্দোলন থামাতে পারবে না
বক্তব‌্য রাখেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ইসলামবিরোধী শক্তিগুলো চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নির্মূল করতে, কিন্তু তারা নিজেরাই ইতিহাসের পাতায় হারিয়ে গেছে। তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশে কেয়ামত পর্যন্ত টিকে থাকবে এবং কোনো শক্তিই একে থামাতে পারবে না।

শনিবার (১৫ফেব্রুয়ারি) সকালে সিলেটের রশিদপুরে বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলার সভাপতি ও সেক্রেটারী এবং বিশ্বনাথ পৌরসভার সভাপতি ও সেক্রেটারী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের প্রার্থী হিসেবে জেলা জামায়াতের নায়েবে আমীর ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল হান্নানকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তার বক্তব‌্য রাখেন অধ্যাপক আব্দুল হান্নান। এছাড়া বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী, অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা সভাপতি ফখরুল ইসলাম খান।

বিশ্বনাথ উপজেলা জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান ও ওসমানীনগর উপজেলা জামায়াতের সেক্রেটারী আনহার আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, ওসমানীনগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর রেদওয়ানুর রহমান চৌধুরী শাহিন, বিশ্বনাথ পৌর জামায়াতের আমীর এ. এইচ.এম আক্তার ফারুক, নায়েবে আমীর আব্দুস সোবহান ও সেক্রেটারী জাহেদুর রহমান।

সমাপনী বক্তব্য দেন ওসমানীনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ সোহরাব আলী।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪