বালাগঞ্জে পুলিশী অভিযানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক এমএ মতিন ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা বিভাস চক্রবর্তী রনিকে গ্রেফতার করা হয়েছে।
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টা নাগাদ বালাগঞ্জ পূর্ব বাজার থেকে বিভাস চক্রবর্তী রনিকে এবং রাত ৯টা নাগাদ স্থানীয় চানপুর থেকে আওয়ামী লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান এমএ মতিনকে গ্রেফতার করা হয়েছে। বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।