বিশ্বনাথ পৌরসভার উত্তর মিরেরচরের ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল আগামিকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। মাহফিলটি স্থানীয় উত্তর মিরেরচর শাহী ঈদগাহ মাঠে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।
মাহফিলে সভাপতিত্ব করবেন হযরত শাহজালাল রহ. একাডেমির প্রিন্সিপাল মাওলানা জহির উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য প্রবাসী হাজী নুরুল হক ও মির্জা রুস্তম বেগ।
মাহফিলের প্রধান অতিথি হিসেবে রাত ১০টায় তাফসির পেশ করবেন ঢাকা থেকে আগত আল্লামা মুফতি সাখাওয়াত হুসাইন রাজি। প্রধান আকর্ষণ হিসেবে মধ্যরাতে তাফসির করবেন ঢাকা থেকে আগত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গুনবী।
বাদ এশা তাফিসর পেশ করবেন কুয়াকাটা থেকে আগত মাওলানা মাহফুজুর রহমান জাবের।
আরও তাফসির করবেন ঢাকা থেকে আগত মাওলানা মুফতি মুহাম্মদ নোমান কাসেমি, স্থানীয় মিরেরচরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা কামরুল ইসলাম ছমির, ঢাকা থেকে আগত মাওলানা উবায়দুর রহমান হুজাইফি ও মাওলানা রফিকুল ইসলাম হাবিবি।
তাফসির মাহফিল সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে এর আয়োজক ইসলামী সমাজ কল্যাণ সংস্থা কর্তৃপক্ষ।-
আরোও পড়ুন:: বিশ্বনাথে ‘কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প’ উদ্বোধন, সুবিধা পাবে ৮০০ পরিবার।