বিশ্বনাথে ‘কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প’ উদ্বোধন, সুবিধা পাবে ৮০০ পরিবার

Ayas-ali-Advertise
কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প
বিশ্বনাথে ‘কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প’ উদ্বোধন।
কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প
বিশ্বনাথে ‘কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প’ উদ্বোধন।
Facebook
Twitter
WhatsApp

লন্ডনভিত্তিক চ্যারিটি সংগঠন ‘সিডস অফ সাদাকা’-এর অর্থায়নে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ হিসেবে সিলেটের বিশ্বনাথে ‘কমিউনিটি মেগা ওয়েল প্রকল্প’ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার রামপাশা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান। তিনি বলেন, “মানবতার কল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, বায়তুলমাল সেক্রেটারি মোহাম্মদ আশিকুর রহমান, রামপাশা ইউনিয়ন জামায়াতের আমীর হাজী আব্দুন নূর, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ মোহাম্মদ আব্দুল কায়ুম, সহ-সভাপতি মাস্টার মনোহর আলী, এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফিজ ইদ্রিস আলী প্রমুখ।

এই প্রকল্পের আওতায় মোট চারটি উদ্যোগের মাধ্যমে ৮০০-এর বেশি পরিবার বিশুদ্ধ খাবার পানির সুবিধা পাবে। স্থানীয় জনগণের সুবিধার্থে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪