সিএনজিচালিত অটোরিকশার দুই চালকের বিরোধের জেরে সিলেটের বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দক্ষিণ সুরমা থানা পুলিশ। পরে স্থানীয়ভাবে সমাধানের জন্য রাতে দুই গ্রামের মুরুব্বিরা বৈঠকের আয়োজন করেছেন বলে জানা গেছে।
সূত্রে জানা যায়, লালাবাজারের পশ্চিমে নির্মাণাধীন ব্রিজে গাড়ি ওঠানো নিয়ে সোমবার দক্ষিণ সুরমার ভালকি গ্রামের এক অটোচালক ও বিশ্বনাথের টেংরা গ্রামের এক অটোচালকের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে মঙ্গলবার বিকেলে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের হাতে প্রত্যক্ষদর্শী দেশীয় অস্ত্র দেখতে পান। এসময় অন্তত ১২ জন আহত হন। তবে আহতদের মধ্যে কেউ গুরুতর নন। স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন তারা।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, দুই চালকের মধ্যে বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাতে মুরুব্বিরা বৈঠক করে সামাজিকভাবে সমাধানের চেষ্টা করবেন। তবে কেউ আইনের আশ্রয় নিতে চাইলে পুলিশ সহযোগিতা করবে।
আরোও পড়ুন:: বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ, এলাকাবাসীর অভিযোগ।