ধর্মীয় ভাবগাম্বীর্য এবং নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় ১৮টি মন্ডপে শান্তিপূর্ণভাবে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন ও সুধী মহলের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় সংগঠন ছাড়াও পারিবারিকভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে।
পুজা উপলক্ষে বিশ্বনাথ পৌর শহরসহ পুরো উপজেলায় ছিল উৎসবের আমেজ । শ্রীশ্রী সরস্বতী পূজার আয়োজনে প্রধান ভূমিকা পালন করে শিক্ষার্থীরা । তাদের উৎসাহে পুরো উপজেলা ছিল সরস্বতী পূজায় ভরপুর। সাদা-হলুদের পাঞ্জাবী ও শাড়িতে সজ্জিত ছাত্র-ছাত্রীদের ছিল এক আলাদা আবহ।
শ্রীশ্রী সরস্বতী দেবীর পূজা মন্ডপগুলোতে উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দেব, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল কুমার দেব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ পরিদর্শন করেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে সরকারি রাস্তার ওপর গেট নির্মাণ, এলাকাবাসীর অভিযোগ।