সিলেটের বিশ্বনাথে বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে নববর্ষ ২০২৫ উপলক্ষে দিনব্যাপী প্রকাশনা উৎসব পালিত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সকাল থেকে বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্টল পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর ও সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ইসলামি ছাত্র শিবির পশ্চিমের সভাপতি মনিরুজ্জামান পিয়াস, সেক্রেটারি মো. আবু জুবায়ের, জেলা এইচআরডি এম আহমেদ আমিম, জেলা শিবিরের মাদ্রাসা সম্পাদক রিয়াজ উদ্দিন, পৌর শাখার সভাপতি আবু তাহের, সেক্রেটারি মো. এহিয়া, কলেজ শাখার সভাপতি মাজহারুল ইসলাম ও সেক্রেটারি আবদুল্লাহ, বিশ্বনাথ উত্তর সভাপতি মতিউর রহমান ইমন, বিশ্বনাথ পশ্চিম সভাপতি শাহ মোহাম্মদ হোসাইন, বিশ্বনাথ সরকারি ডিগ্রি কলেজ শাখার সভাপতি আজহারুল ইসলাম ও সেক্রেটারি খান মোহাম্মদ আবদুল্লাহ।
এ ছাড়া সাবেক কলেজ শাখার সভাপতি রনি আহমদ এবং রামপাশা ইউনিয়ন শিবিরের সভাপতি নাঈম আহমদসহ অনেকে অনুষ্ঠানে অংশ নেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা।