বিশ্বনাথে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা
প্রতীকি ছবি।
বিশ্বনাথে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা
প্রতীকি ছবি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে দিনদুপুরে অটোরিকশা চালককে ছিনতাইয়ের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ‘সিলেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম ও আমলগ্রহণকারী ৩নং আদালতে’ রুজু করা হয়েছে। মামলা নং বিশ্বনাথ সিআর ৪২/২০২৫।

উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের গণাইঘর গ্রামের সমির আলীর পুত্র ফুয়াদ আহমদকে প্রধান অভিযুক্ত করে মামলাটি দায়ের করেন একই গ্রামের ওয়ারিছ আলীর পুত্র অলিউর রহমান। এছাড়াও মামলায় আরও তিনজনকে অজ্ঞাতনামা অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

মামলার লিখিত অভিযোগে উল্লেখ্য হয়, গত ১৩ জানুয়ারি দুপুর ১টার দিকে মামলার বাদী অলিউর রহমান সিলেট থেকে নিজ বাড়ি ফেরার পথে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রহিমপুর যোগিপাড়া কার্লভার্ট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে চারজন ব্যক্তি বাদীর অটোরিকশার পথরোধ করে। এসময় বাদী কারণ জানতে চাইলে তারা মোটরসাইকেল থেকে নেমে তাকে ঘিরে ফেলে।

অভিযোগে আরও বলা হয়, এজাহারভুক্ত প্রধান অভিযুক্ত ফুয়াদ আহমদ বাদীর মুখ চেপে ধরে মারধর শুরু করেন। এসময় তার সঙ্গে থাকা একজন বাদীর গলায় চাকু ধরে এবং অন্য দুইজন বাদীর পকেট থেকে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। এরপর তারা বাদীকে মারধর করতে থাকে। মারধরের একপর্যায়ে বাদী অচেতন হয়ে পড়লে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাদীর আত্মীয় আব্দুল সোবহান তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

মামলার বাদী অলিউর রহমান জানান থানায় মামলা দায়েরের চেষ্টা করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মামলা নিতে টালবাহানা করায় তিনি আইনি সেবা পেতে আদালতে মামলা দায়ের করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪