সিলেটের বিশ্বনাথে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, যুবলীগ নেতা ও ব্যবসায়ী মুহিবুর রহমান সুইটকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সাদা পোশাকে র্যাব-৯-এর একটি দল উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের রাজাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করে।
আটক মুহিবুর রহমান সুইট খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের বাসিন্দা। তিনি হাজী নূরুল হোসেনের পুত্র।
সুত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের আগের দিন আল-হেরা শপিং সিটির ব্যবসায়ী ও জামায়াত নেতা আমজদ আলীর ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক করা হয়েছে।
পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুহিবুর রহমান সুইটকে পুলিশের কাছে হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া ।
আরোও পড়ুন:: বিশ্বনাথে অ্যাডভোকেট গিয়াসের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন