চরমোনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির

Ayas-ali-Advertise
চরমোনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির
চরমোনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির।
চরমোনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির
চরমোনাই পীরের সাথে সৌজন্য সাক্ষাতে জামায়াতের আমির।
Facebook
Twitter
WhatsApp

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার ( ২১ জানুয়ারি ) দুপুরে বরিশালের সদর উপজেলার চরমোনাইতে অবস্থিত আহছানাবাদ জামিয়া রশীদিয়া ইসলামিয়া মাদ্রাসায় পৌঁছান ডা. শফিকুর রহমান। এসময় তিনি মাদ্রাসার পুরো ক্যাম্পাস ঘুরে দেখেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন।

পরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সাথে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

চরমোনাই পীর সাংবাদিকদের উদ্দেশে বলেন, “জামায়াতে ইসলামীর আমিরসহ নেতৃবৃন্দ আজ এখানে এসেছেন। আল্লাহ আমাদের ইসলামের পক্ষে, মানবতার পক্ষে এবং দেশের জন্য ভালো কাজ করার তৌফিক দিন। স্বাধীনতার ৫৪ বছর পরও জাতি তাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। আমরা যেন সবাই মিলে পরামর্শের ভিত্তিতে কাজ করে একটি সুন্দর ও মানবিক দেশ গড়তে পারি।”

এ সময় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “আমরা সবাই আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসি। আল্লাহ যেন আমাদের এই ভালোবাসাকে কবুল করেন। এদেশে ১৮ কোটির বেশি মানুষ বসবাস করে, যার মধ্যে ৯১ শতাংশ মুসলমান। তবে ভিন্ন ধর্মের মানুষও এই দেশের অংশ। আমাদের দেশ সকল মানুষের সমন্বয়ে গঠিত।”

সীমান্তে ভারতের কাঁটাতারের বিষয়ে তিনি আরও বলেন, “ভারত আমাদের প্রতিবেশী। প্রতিবেশী হিসেবে আমাদের সম্পর্ক হওয়া উচিত উন্মুক্ত ও বন্ধুত্বপূর্ণ। কাঁটাতারের বেড়া দেয়ার ধারণাটি সম্পর্কের বাঁধাকে প্রকাশ করে। এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল। আমরা ভারতের কাছে আরও বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্কের প্রত্যাশা করি।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪