দক্ষিণ সুরমায় অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের উদ্যোগ

Ayas-ali-Advertise
দক্ষিণ সুরমায় অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের উদ্যোগ
দক্ষিণ সুরমায় অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের উদ্যোগ।
দক্ষিণ সুরমায় অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের উদ্যোগ
দক্ষিণ সুরমায় অপরাধমূলক কর্মকাণ্ডে ১৬ কিশোর-কিশোরী আটক, বিয়ের উদ্যোগ।
Facebook
Twitter
WhatsApp

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে মোগলাবাজার উপজেলার রিজেন্ট পার্ক ও রিসোর্টের বিভিন্ন রুমে অভিযান চালিয়ে স্থানীয়রা এসব কিশোর-কিশোরীকে আটক করেন।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে বলেন, আটকের পর জানা যায়, আটককৃতরা সিলেটের বিশ্বনাথ ও ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জের জগন্নাথপুর এবং মৌলভীবাজারের বাসিন্দা।

সুত্রে জানা যায়, সিলাম এলাকার রিজেন্ট পার্কের অভ্যন্তরে দীর্ঘদিন ধরেই অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। যদিও এটি পার্ক হিসেবে পরিচিত কিন্তু এখানে বেশ কয়েকটি বিশ্রামাগার রয়েছে, যেখানে তরুণ-তরুণীরা এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা ভাড়া নিয়ে এসব কার্যকলাপ চালায়। এই সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করে বলেও জানান স্থানীয়রা।

রিজেন্ট পার্ক রিসোর্টের পরিচালক হেলাল আহমদ বলেন, “আমাদের এখানে রুম বুকিংয়ের জন্য সাধারণত জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করা প্রয়োজন। আজ কীভাবে এসব কিশোর-কিশোরী এখানে প্রবেশ করেছে, সে বিষয়ে আমি নিশ্চিত নই। ম্যানেজার অসুস্থ, তাই পুরো তথ্য পাওয়া যায়নি। তবে আমি শুনেছি, কিছু ভাঙচুর হয়েছে। পার্ক পরিচালনায় সব বৈধ কাগজপত্র রয়েছে।”

এদিকে, মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। বিভিন্ন কক্ষ থেকে স্থানীয়রা ১৬ কিশোর-কিশোরীকে আটক করে। পরে তাদের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে, যারা বিয়ের ব্যবস্থা করবেন। যদি আইনি ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয়, আমরা তা করব।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪