সিলেটের বিশ্বনাথে ঐতিহ্যবাহী চাউলধনী হাওরে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার জনপ্রিয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি হয়। দৌলতপুর গ্রামবাসী গত মঙ্গলবার থেকে এই আয়োজন শুরু করে।
এদিন সকাল থেকে ঘোড়দৌড় দেখতে হাজার হাজার মানুষ জমায়েত হয়। সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে ১২৬টি শখের ঘোড়া নিয়ে অংশগ্রহণ করেন মালিকরা। বিজয়ীরা পুরস্কৃত হন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কারে, যার মধ্যে ছিল টিভি, ভেড়া, ইস্ত্রি, কলস, ছাতা ইত্যাদি।
সুনামগঞ্জের দিরাই থেকে ঘোড়া নিয়ে আসা আরজুম আলী জানান, তিনি ছোটবেলা থেকেই ঘোড়া পালন করেন এবং এটি তার দীর্ঘদিনের শখ।
ছালিয়া দশঘর গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, তিনি যুক্তরাজ্য থেকে এসেছেন এবং এ মৌসুমে তার ৫ লাখ টাকা দামের ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।
প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্য সাবেক ইউপি সদস্য আনোয়ার হোসেন ধন মিয়া বলেন, তিনদিনের এই আয়োজন শেষে বিজয়ী সাওয়ারদের পুরস্কৃত করা হয়েছে। গ্রামীণ ঐতিহ্য রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়।
আরোও পড়ুন:: বিশ্বনাথে দুই শতাব্দীর ঐতিহ্যে সবাই ফিরলো মাছ নিয়ে, খালি হাতে নেই কেউ