প্রতি বছরের মতো এবারও সিলেটের বিশ্বনাথে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দৌলতপুর ইউনিয়নের গোয়াহরী গ্রামের বড়বিলে এ উৎসব অনুষ্ঠিত হয়। বাঁশ ও বেতের তৈরি বিশেষ পলো হাতে নিয়ে শত শত শিকারি বিলে নেমে পড়েন মাছ ধরার ঐতিহ্যবাহী এ উৎসবে।
সরজমিনে দেখা গেছে, বিলের পাড়ে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করেন স্থানীয় বাসিন্দা, নারী-পুরুষ, শিশু-কিশোর এবং দূর-দূরান্ত থেকে আসা অতিথিরা। মাছ ধরার উৎসাহ আর উত্তেজনা মধ্যাহ্ন পর্যন্ত চলতে থাকে।
উৎসবে অংশগ্রহণকারীরা জানান, তাদের পলোতে ধরা পড়েছে বোয়াল, শোল, গজার, রুই, কাতলা, চিতলসহ নানা প্রজাতির মাছ। কেউ খালি হাতে বাড়ি ফিরতে হয়নি। বড়বিলে সরেজমিনে দেখা যায়, শিকারিরা মাছ ধরার শেষ প্রস্তুতি নিচ্ছেন। সকাল সাড়ে ১০টায় আয়োজকদের অনুমতি পাওয়ার পরই শুরু হয় মাছ ধরার প্রতিযোগিতা।
গ্রামের প্রবীণ মুরব্বি আফরোজ আলী বলেন, “পলো বাওয়া আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, যা আমরা প্রায় দুই শতাব্দী ধরে পালন করে আসছি।”
যুক্তরাজ্য থেকে উৎসবে অংশ নিতে আসা প্রবাসী সুজন মিয়া বলেন, “শুধু এই উৎসবের জন্য আমি পরিবারের সঙ্গে দেশে এসেছি। এটি আমার শৈশবের স্মৃতিকে জীবন্ত করে তোলে।”
আয়োজক কমিটির সদস্য ইকবাল হোসাইন বলেন, “এই উৎসব আমাদের ঐতিহ্যের প্রতীক। প্রতিবছর আমরা এটি উদযাপন করি, যা আমাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে।”
দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরব খান জানান, “এটি শুধু একটি উৎসব নয়, বরং গোয়াহরী গ্রামের দুই শতাব্দীর ইতিহাস ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। এটি গ্রামবাসীর মিলনমেলায় পরিণত হয়।”
আরোও পড়ুন:: বিশ্বনাথে শিক্ষার্থীদের জন্য প্রবাসী এডুকেশন ট্রাস্টের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ শুরু।