সিলেটের বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল কুরআন ফয়েজে আম মাদ্রাসা মিরেরচরে বার্ষিক ইসলামি সম্মেলন আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মাওলানা শায়খ ওয়ারিছ উদ্দিন (রহ.) এবং মাওলানা শামসুল ইসলাম (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল, স্মৃতিস্মারক উন্মোচন এবং আন্তর্জাতিক নাশিদ পরিবেশনার আয়োজন করা হয়েছে।
আয়োজিত এ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং কলেরব শিল্পী গোষ্ঠীসহ জাতীয় পর্যায়ের নাশিদ শিল্পীদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানকে সফল করতে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে। এতে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী মাওলানা ওবায়দুল হককে আহ্বায়ক এবং মাওলানা হোসাইন আহমদ, মাওলানা ওয়ারিছ উদ্দিন ও মাওলানা ছানাওয়ার আলীকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে মাওলানা আব্দুল মতিনকে সদস্য সচিব এবং মাওলানা ফখরুল ইসলাম, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ ও মোহাম্মদ মুজাম্মিল আলীকে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়ছেন, মাওলানা শাসসুল ইসলাম মাখন, মাওলানা আব্দুল মুমিন, মাওলানা আনসার আলী, মাওলানা জিয়াউল ইসলাম, হাফিজ আমিনুল ইসলাম, আব্দুল ওয়াদুদ, আব্দুল হাফিজ, জুনাব আলী, মাওলানা মুসলেহ উদ্দিন, মাওলানা হাবিবুর রহমান, মোহাম্মদ খালেদ মিয়া, মাওলানা সাজিদুর রহমান, মইনুল ইসলাম, মাওলানা ফারহান আহমদ, মোহাম্মদ হাবিবুর রহমান, বাবুল ইসলাম, সফিকুল ইসলাম, সোহেব মিয়া এবং ফয়জুর রহমান।
উল্লেখ্য, এ মাহফিল উপলক্ষে আগামী শনিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। আয়োজক কমিটি এ সভায় সংশ্লিষ্ট সকলের উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।