শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের জামেয়া ইসলামিয়া লুৎফাবাদ পাটাকইনের বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশন আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি বুধবার (১৫ জানুয়ারি) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে সূচনা বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মুফতি লুৎফুর রহমান। আরবিতে বক্তব্য রাখেন হাফেজ তোফায়েল আহমেদ তামিম, ইংরেজিতে বক্তব্য রাখেন হাফেজ আব্দুর রহমান রানা এবং বাংলায় বক্তব্য রাখেন হাফেজ লুৎফুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ আবুল বাশার, ভাইস চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন শাহ্।

এ সময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভপতি আব্দুন নুর তুষার, জ্যেষ্ঠ সহসভাপতি নজির আহমেদ, ব্যবসায়ী আব্দুল হান্নান হৃদয়।

এর আগে অনুষ্ঠিত হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু ইউসুফ ও হাফেজ মুফতি মিজানুর রহমান।

প্রতিযোগিতায় ১-৫ পারায় অংশগ্রহণ করে আশরাফুল ইসলাম ১ম, সালমান হোসেন সাঈদ ২য় ও রবিউল ইসলাম তানযিদ ৩য় স্থান অর্জন করেন। ১-৩০ পারায় অংশগ্রহণ করে কামরুল ইসলাম ১ম, মিশকাত জাহান ২য় ও আরাফাত খান ৩য় স্থান অর্জন করেন।

হামদ ও নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সালমান হোসেন সাঈদ ১ম, মাহবুবুর রহমান মাশকুর ২য় ও তোফায়েল আহমদ ৩য় স্থান অর্জন করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪