সিলেটের বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ২৮তম টি-টোয়েন্টি ক্রিকেট লীগের ট্রফি উন্মোচন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এই ট্রফি প্রদর্শিত হয়।
এসোসিয়েশনের সভাপতি আরব শাহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ্ টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের সহসভাপতি ও ওয়েস্টউড ক্রিকেট ক্লাব ইউকের সভাপতি রাজু মিয়া। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনাইটেড ইউকের সহসভাপতি সুহেল মিয়া, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সহসভাপতি তারেক আহমদ খজির, সাবেক সাংগঠনিক সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, হিরামন সমাজকল্যাণ সংস্থার সহসভাপতি আব্দুল মান্নান, একতা ক্রিকেট ক্লাবের অধিনায়ক নির্মল নন্দী এবং ক্রিড়া সংগঠক ফখরুল ইসলাম রেজা।
এছাড়া আরও বক্তব্য রাখেন, রামপাশা ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজন খান, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রফু মিয়া, সাধারণ সম্পাদক তানভীর আহমদ এবং ক্রিকেটার শামীম আহমদ।
বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের পক্ষ থেকে এসোসিয়েশনের সদস্যদের মধ্যে জার্সি উপহার দেওয়া হয়।
উল্লেখ্য, ১৮ জানুয়ারি, শনিবার সকাল ১১টায় বিশ্বনাথ পৌর এলাকার জানাইয়া শাহী ঈদগাহ সংলগ্ন মাঠে এই ক্রিকেট লীগ শুরু হবে, যেখানে উপজেলার ১০টি দল অংশগ্রহণ করবে। টূর্ণামেন্টের জন্য ট্রফিটি যুক্তরাজ্য থেকে নিয়ে আসেন রাজু মিয়া।
আরোও পড়ুন:: আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসর।