সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের তৃতীয় আসর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক মুমিন খান মুন্না।
সিলেটের বিশ্বনাথে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের তৃতীয় আসর। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়া সংগঠক মুমিন খান মুন্না।
ফেডারেশনের সভাপতি ফারহান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হেলাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন গ্রীণবাংলার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বেলাল আহমদ মুরাদ ও সদস্য বিপ্লব কুমার এষ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী রায়হান আহমদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাকির আহমদ, সাংবাদিক মশিউর রহমান, আব্বাস হোসেন ইমরান, দুলাল আহমদ, আলী আহমদ, মডেল প্রেসক্লাবের আক্তার আহমেদ শাহেদ, আব্দুস সালাম, নুর উদ্দিন, রাজা মিয়া, সমুজ আহমদ সায়মন, বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, ব্যবসায়ী ছবর আলী, সংগঠক মিজানুর রহমান এবং ছাত্রনেতা আব্দুল বাছিতসহ আরও অনেকে।
উদ্বোধনী খেলায় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব ১০১ রানে সুপার স্টার ক্রিকেট ক্লাবকে পরাজিত করে চমক দেখায়।
আরোও পড়ুন:: বিশ্বনাথের খাজাঞ্চী ক্রিকেট ফেডারেশন কাপের ৩য় আসরের ট্রফি উন্মোচন