সিলেটের বিশ্বনাথে ‘১ম ইমরান আহমদ ফুটবল টুর্ণামেন্ট’র উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার অলংকারী ইউনিয়নের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
টুর্ণামেন্টের প্রধান উপদেষ্টা মো. তছির আলীর সভাপতিত্বে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সুন্দর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উপদেষ্টা ও সিলেট জেলা বিএনপির সহসভাপতি এম আছকির আলী। বক্তব্যে তিনি বলেন, ‘এম ইলিয়াস আলীর যে স্বপ্ন-আশা ছিল বা আছে, এই সিলেটের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং উন্নয়ন উপহার দেয়ার, সেটা এখনও অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে। কখনো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে সুযোগ দেন, বিশ্বনাথ, ওসমানীনগর ও বালাগঞ্জ তথা সিলেটকে একটি আন্তর্জাতিক মানের জনপদ হিসেবে গড়ে তোলার ইলিয়াস আলীর যে প্রচেষ্টা, সেটা অব্যাহত রাখবো। খেলাধুলার মান উন্নত করতে এতদঞ্চলে আন্তর্জাতিক মানের দুটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আমাদের আছে, যদি আমরা সুযোগ পাই।’
এম আছকির আলী আরও বলেন, ‘সকলের কাছে আমি একটি মানবিক আবেদন করছি, ইলিয়াস আলী আপনাদেরই সন্তান, আপনাদেরই অতি আপনজন। তিনি নিখোঁজ রয়েছেন। আমাদের মাঝে অনুপস্থিত রয়েছেন। আপনাদের প্রিয় সন্তান ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য প্রতিনিয়ত দোয়া জারী রাখবেন। যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাঁর মেহেরবানীর মাধ্যমে আপনাদের প্রিয় সন্তানকে সকলের মাঝে ফিরিয়ে দেন। আমি আল্লাহর উপর দৃঢ়ভাবে ভরসা রেখে বলছি, আপনাদের ইলিয়াস আলী একদিন ফিরে আসবেন-ইনশাআল্লাহ। ইলিয়াস আলীকে নিয়ে অনেক প্রোপাগাণ্ডা-লেখালেখি চলছে, আপনারা এসবে কান দেবেন না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মো. গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ইমরান আহমদ ফুটবল টুর্ণামেন্টের প্রবর্তক ইমরান আহমদ।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, অলংকারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মছব্বির, যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল আহমদ, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক সৌরভ আহমদ লাকী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, অলংকারী ইউনিয়ন যুবদলের সভাপতি মইনুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিশ্বনাথ পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে সিলেট সদরের হিমু ফুটবল একাডেমীকে ট্রাইবেকারে হারিয়ে বিজয়ী হয় স্থানীয় লালটেক গ্রামের ভাইবন্ধু স্পোর্টিং ক্লাব।
উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন আমিনুর রশীদ আমিন। তাকে সহযোগিতা করেন তাওহিদ আহমদ ও কবির উদ্দিন।
আরেও পড়ুন:: সত্য প্রতিষ্ঠা ছাড়া দেশ ও জাতি এগোতে পারে না – এম. আসকির আলী