বিশ্বনাথের ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র শেষ আটে খেলবেন যারা

Ayas-ali-Advertise
‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র শেষ আটে খেলবেন যারা
লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র শেষ আটে খেলবেন যারা
লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫।
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথের শ্রীধরপুর গ্রামের মাঠে আয়োজিত ‘লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট’র ৫ম আসরের প্রথম রাউন্ড শেষ হয়েছে বৃহস্পতিবার (৯ জানুয়ারি)। জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হওয়া এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব আগামী ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।

প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটের এ টুর্নামেন্ট প্রবাসীদের অর্থায়নে এবং বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশন ও উপজেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় আয়োজিত হয়েছে। প্রথম থেকেই শক্তিশালী দল গঠনে সক্রিয় ছিল ১৬টি অংশগ্রহণকারী দল। তবে প্রথম রাউন্ড শেষে বিদায় নিয়েছে ৮টি দল। কোয়ার্টার ফাইনাল থেকে সেমি ফাইনালে উঠবে চারটি দল।

টুর্নামেন্টের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঠে খেলা দেখতে আসা দর্শকদের জন্য রয়েছে র‍্যাফেল ড্র’র মাধ্যমে নগদ ১ লক্ষ টাকা জেতার সুযোগ। চ্যাম্পিয়ন দল পাবে নগদ ৩ লক্ষ টাকা ও একটি ট্রফি, আর রানার্স-আপ দল পাবে নগদ ২ লক্ষ টাকা ও একটি ট্রফি।

কোয়ার্টার ফাইনালে অংশ নেওয়া দলগুলো হলো- হিরামন সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া (বিশ্বনাথ), হেলাল একাদশ শাহবাজপুর (বিশ্বনাথ), ছাতক ফুটবল একাদশ (ছাতক), ঢাকা দক্ষিণ ফুটবল টিম (গোলাপগঞ্জ), গ্রীন সিলেট (সিলেট সিটি), বিলাল এফসি সাতপাড়া (বিশ্বনাথ), বন্ধু মহল ফুটবল একাদশ (বিয়ানীবাজার) এবং পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চানপুর একাদশ (বিশ্বনাথ)।

প্রথম রাউন্ডে হেলাল একাদশ শাহবাজপুর ৩-১ গোলে বিয়ানীবাজার উপজেলা ফুটবল একাদশকে, ঢাকা দক্ষিণ ফুটবল টিম ১-০ গোলে ফাতেমা স্পোটিং ক্লাবকে, ছাতক ফুটবল একাদশ ২-১ গোলে নুনু ফুটবল একাডেমীকে এবং গ্রীন সিলেট ২-০ গোলে বার্সা এফসিকে পরাজিত করে। অন্যদিকে, বিলাল এফসি সাতপাড়া ৩-০ গোলে নরসিংপুর ইউনিয়ন ফুটবল টিমকে, বন্ধু মহল ফুটবল একাদশ ৪-৩ গোলে সূর্যকিরণ স্পোটিং ক্লাবকে, হিরামন সমাজ কল্যাণ সংস্থা জানাইয়া ১-০ গোলে টিওয়াইওএসসিকে এবং পাঁচ ভাই রেস্টুরেন্ট লন্ডন-চানপুর একাদশ ৫-৪ গোলে নোমান এফসিকে হারায়।

টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক ও যুক্তরাজ্য কমিউনিটি নেতা মুমিন খান মুন্না জানান, দর্শক ও ফুটবল প্রেমীদের সহযোগিতায় টুর্নামেন্টের প্রথম রাউন্ড সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি কোয়ার্টার ফাইনালসহ পরবর্তী পর্বগুলোতেও দর্শকদের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেন।

গত ২ জানুয়ারি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নিখোঁজ সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী। অনুষ্ঠানে শ্রীধরপুর গ্রামের মাঠে বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয় প্রায় ২৫ লক্ষ টাকা বাজেটের এ ফুটবল টুর্নামেন্ট।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪