সিলেটের বিশ্বনাথে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো তৃতীয় বিএফসি প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে পৌরসভার কারিকোনা গ্রামের পূর্ব মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের যুগ্ম সম্পাদক কবির উদ্দিন।
উদ্বোধনী খেলায় ছাতকের ‘ব্যাটারি গলি ফুটবল একাদশ’ ২-০ গোলে ফেঞ্চুগঞ্জের ‘যাদুরগুল ফুটবল একাডেমি’কে পরাজিত করে টুর্নামেন্টের শুভ সূচনা করে। ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হন ‘ব্যাটারি গলি ফুটবল একাদশ’ দলের আমেরিকা প্রবাসী খেলোয়াড় জাকের রহমান।
বিএফসি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এবং পূর্ব কারিকোনা সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে নগদ ৩ লক্ষ ১০ হাজার টাকা এবং রানার্স-আপ দল পাবে ২ লক্ষ ১০ হাজার টাকা।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তিনি বলেন, “বিএফসি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করছেন। আজকের এই দর্শক সমাগম তারই উদাহরণ। ভবিষ্যতেও আমরা ক্লাবের পাশে থেকে কাজ করব। খেলাধুলার উন্নয়নের মাধ্যমে অপরাধ প্রবণতা কমাতে প্রবাসী এবং বিত্তবানদের আরও এগিয়ে আসতে হবে।”
বিএফসি স্পোর্টিং ক্লাবের সভাপতি লুৎফুর রহমান জুয়েলের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ছয়ফুল হক, দৌলতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবারক আলী, অলংকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, যুক্তরাজ্যের কিটলি সিটির কাউন্সিলর নেছার আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সভাপতি মাফিজ খান, কার্যনির্বাহী সদস্য শেখ মবশ্বির আলী এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএফসি স্পোটিং ক্লাবের উপদেস্টা মন্ডলীর সদস্য শাহ রুকন। যুক্তরাজ্য প্রবাসী জুয়েল আহমদ, পর্তুগাল প্রবাসী রুমেল তালুকদার
আরোও পড়ুন:: বিশ্বনাথে শীতার্তদের মাঝে ছাত্র জমিয়তের কম্বল বিতরণ