সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রখ্যাত আলেম এবং মীরেরচর মাদরাসার মুহতামিম মাওলানা সামছুল ইসলাম আর নেই। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মাওলানা সামছুল ইসলামের জানাজার নামাজ আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় উত্তর মীরেরচর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।
মাওলানা সামছুল ইসলাম ছিলেন বিশ্বনাথ পৌর এলাকার মীরেরচর গ্রামের সম্ভ্রান্ত এক পরিবারের সন্তান। তিনি দীর্ঘদিন ধরে মীরেরচর মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি, তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার সহসভাপতি এবং পৌর শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তানযিমুল মাদারিস সিলেট বিভাগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭০ বছর। তিনি চার ছেলে, পাঁচ মেয়ে, অসংখ্য শিষ্য এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এদকে মাওলানা সামছুল ইসলামের মৃত্যুতে বিশ্বনাথে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর খবর শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পোস্ট করতে দেখা গেছে।
মাওলানা সামছুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মুফতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মুশতাক আহমদ চৌধুরী, বিশ্বনাথ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী এবং মাসিক আল ফারুকের বিভাগীয় সম্পাদক হাসান বিন ফাহিম।
আরোও পড়ুন:: পাঁচ শতাধিক শিক্ষার্থীকে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান