বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে গ্লোবাল ‘ল’ সলিসিটর ইউকে’র প্রিন্সিপাল ব্যারিস্টার মো. আব্দুস শহীদের অর্থায়নে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রায় দুই শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) বিকেল আড়াইটার দিকে পৌর শহরের পুরাণ বাজারস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আব্দুস শহীদ বলেন, “অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমার ক্ষুদ্র প্রয়াস। সবাই একসঙ্গে কাজ করলে আরও অনেক কিছু করা সম্ভব। বিশ্বনাথের সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্বের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।”

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের সভাপতি ও বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক প্রভাষক বাবরুল হোসেন বাবুল এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, তজম্মুল আলী রাজু, সাবেক সাধারণ সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, আহমদ আলী হিরন, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪