যুক্তরাজ্যের বিশিষ্ট ইসলামিক স্কলার ও দাওয়াতুল ইসলাম ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের সাবেক সভাপতি হাফিজ মাওলানা আবু সাইদ বলেছেন, “বর্তমান পৃথিবীতে সৎ ও চরিত্রবান নাগরিকের অভাবে সর্বত্র অশান্তি ও অরাজকতা বিরাজ করছে। তাই যারা আদর্শ মানুষ গড়ার জন্য কাজ করেন, আমাদের সকলের উচিত তাদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করা।”
তিনি গতকাল রবিবার সকালে বিশ্বনাথে নবপ্রতিষ্ঠিত দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী দাওয়াতুল ইসলাম ইউকের সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ মারফত আলী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক সহ-সভাপতি এম এ সাত্তার আহমদ, সমাজসেবী হাজী মন্তাজ আলী এবং শাহ রেদওয়ান আহমদ।
আরও উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সদস্য মো. আব্দুল কাইয়ূম, মাস্টার ইমাদ উদ্দিন, এ এইচ এম আকতার ফারুক, সাবেক মেম্বার আব্দুস সোবহান, মোহাম্মদ মতিউর রহমান, মো. জাহেদুর রহমান, মাস্টার বাবুল মিয়া এবং মো. আব্দুল মালিক।
অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তিলাওয়াত করেন মাদরাসার নূরানি শিক্ষক মাওলানা সাইফুর রহমান। সমাবেশে মাদরাসার পরিচালনা কমিটির সদস্যগণ, শিক্ষকবৃন্দ, অভিভাবক মণ্ডলী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরোও পড়ুন :: হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ