সিলেটের বিশ্বনাথে ‘হাজী মনফর আলী ও হাজী হালিমা বিবি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র উদ্যোগে দেড় শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পৌর শহরের দূর্গাপুর (কারিকোনা) গ্রামের ট্রাস্টের প্রতিষ্ঠাতাদের বাড়িতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রবাসী ওয়াহিদুর রহমান ও তার পরিবারের আর্থিক সহায়তায় শীতবস্ত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি বলেন, “প্রবাসীরা নিজেদের কষ্টার্জিত অর্থ দিয়ে এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি প্রবাসী ও বিত্তবানদের এই সহযোগিতা অবহেলিত-বঞ্চিত মানুষের জন্য আশীর্বাদ স্বরূপ। তাদের নেওয়া সকল উদ্যোগের সফল বাস্তবায়নে আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।”
ট্রাস্টের চেয়ারম্যান মফিজুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ দারুল উলুম মোহাম্মদিয়া মাদ্রাসার নায়েবে মুক্তামিম মাওলানা ফয়জুর রহমান, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।