সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯। শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ওসমানীনগরের তাজপুর নিজ এলাকা উদরকোনা পালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আনা মিয়া বিস্ফোরক দ্রব্যাদি আইন (১৯০৮ সালের ৩/৪ ধারা) এবং পেনাল কোডের ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৪ ধারায় দায়ের করা মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানার এফআইআর নং-২২/৩৭৭ (২৩ আগস্ট ২০২৪) অনুযায়ী মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আনা মিয়া সিলেটের খাদীপুর এলাকার মৃত ফজল মিয়ার ছেলে। তিনি শেখ হাসিনা সরকারের আমলে ওসমানীনগর উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন তিনি।
গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়ার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে তাকে। এছাড়া, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে এর অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব-৯ জানিয়েছে।
আরোও পড়ুন:: খন্দকার বাজার প্রবাসী কল্যাণ সোসাইটির অর্থায়নে বিদ্যালয়ের ফটক নির্মাণ