বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আয়োজিত আন্তঃইউনিয়ন ব্যাডমিন্টন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে বিশ্বনাথ পৌরসভার রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসাইন আহমদ প্রবেলের সভাপতিত্বে সদস্য সচিব ফাহিম আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর জ্যেষ্ঠ ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাঈদ আহমদ ও সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তানিমুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আব্দুল কাইয়ুম।
প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুসলিম আলী, নাজিম উদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবুল মিয়া, পৌর যুবদলের সদস্য ওয়াসিম উদ্দিন, শিমুল, সিলেট জেলা ছাত্রদলের সদস্য মুহিবুর রহমান বাদশা, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনেদ আহমদ, আব্দুল মজিদ বকুল, রাজু আহমেদ, আল আমিন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শানুর আলী, সদস্য নূর উদ্দিন সামি, আরফিনসহ বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল ইউনিটের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বিশ্বনাথ উপজেলার ৮ ইউনিয়ন ছাত্রদল অংশগ্রহণ করে। ফাইনালে দশঘর ইউনিয়ন ছাত্রদলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রামপাশা ইউনিয়ন ছাত্রদল।
আরোও পড়ুন:: প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ