নানা আয়োজনে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Ayas-ali-Advertise
নানা আয়োজনে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
নানা আয়োজনে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নানা আয়োজনে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।
Facebook
Twitter
WhatsApp

দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১ জানুয়ারি) পৌরশহরের পুরান বাজারে প্রেস ক্লাব কার্যালয়ে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় প্রেস ক্লাবের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাত ৭টায় প্রেস ক্লাব সদস্যদের মধ্যে আইডি কার্ড ও সনদ বিতরণ করা হয়। এরপর রাত ৮টায় কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়, যা শেষে একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে।

বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি সুহেল আহমদ চৌধুরী, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খান, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক আহৃবায়ক ছয়ফুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গুলজার খান, বিশ্বনাথ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রবাসী বদরুল ইসলাম, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সদস্য জাকির হোসেন কয়েছ, উপজেলা জাতীয় পার্টির আহৃবায়ক জয়নাল আবেদীন, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল বাছিত বাদশা ও আলমগীর হোসেন।

বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের পক্ষ থেকে বিশ্বনাথ প্রেস ক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানানো হয়। প্রেস ক্লাবের পক্ষ থেকে আগতদের মিষ্টিমুখ করানো হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪