মরহুমা বখতুন্নেছা চৌধুরী, ইস্ট কোস্ট গ্রুপ ও প্রাইম ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুমা মেরিনা ইয়াসমিন চৌধুরীর মাগফেরাত কামনায় প্রাইম ব্যাংক পিএলসির উদ্যোগে বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত ৪৫০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে দৌলতপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।
পরিষদের চেয়ারম্যান হাফেজ আরব খানের সভাপতিত্বে সদস্য শফিক আহমদ পিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ব্যাংক পিএলসির রিজিওনাল হেড মো. হুমায়ুন কবির।
শুরুতে কুরআন তেলাওয়াত ও পরে মোনাজাত করেন মাওলানা সামসুল ইসলাম জুনেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ওয়াসিম আহমদ, বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন চৌধুরী, এসইও মো. হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুস শহীদ প্রমুখ।