অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে প্রতিস্টিত স্বেচ্ছাসেবী সংগঠন রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যােগে বালাগঞ্জের মুক্তারপুর গ্রাম সংলগ্ন দয়ামীর-খন্দকার বাজার সড়কের পাশে প্রায় ১২ কোটি টাকা ব্যায়ে আত-তাকওয়া নামে একই স্থানে প্রতিস্টিত হচ্ছে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, বৃদ্ধাশ্রম, স্বাস্থ্যকেন্দ্র ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। ইতিমধ্যে নির্ধারীত ১২০ শতক জমিতে মাটি ভরাট কাজ,বিদ্যুৎ লাইন স্থাপন এবং প্রকল্প এলাকার বাউন্ডারী ওয়ালের কাজ সম্পন্ন হয়েছে। পৃথক পৃথক ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) প্রকল্প চেয়ারম্যান মো. আলী আহমদ নেছাওর’র বিশেষ আমন্ত্রণে উক্ত প্রকল্প এলাকা পরিদর্শন করেন মুক্তি যোদ্ধের সংগঠক যুক্তরাজ্যস্থ বিশিষ্ট কমিউনিটি নেতা ও আইনজীবী মুক্তি যোদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানী’র একান্ত সচিব শাহনুর চৌধুরী, উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেখক ও সাংবাদিক আব্দুল হাই মশাহিদ, দেওয়ান আব্দুর রহিম দ্বি পাক্ষিক হাইস্কুল এন্ড কলেজ অধ্যক্ষ খলিলুর রহমান, সমাজকর্মী মো: আনছার আলী।
পরিদর্শন পূর্বক নেতৃবৃন্দ অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে স্বেচ্ছাসেবী সংগঠন রোকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যােগে আত-তাকওয়া প্রকল্প গ্রহন করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ পূর্বক উক্ত প্রকল্প বাস্তবায়নে সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
এর আগে প্রকল্প চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের বিশেষ আমন্ত্রণে উক্ত প্রকল্প পরিদর্শন ও বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী । সে সময় তিনি
বৃক্ষরোপন কর্মসচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহতি এই উদ্যােগ গ্রহন করায় প্রকল্প চেয়ারম্যান মোঃ আলী আহমদ নেছাওর কে ধন্যবাদ জানিয়ে অসহায় দারিদ্র সুবিধা বঞ্চিত মানুষের কল্যানে আত-তাকওয়া প্রকল্প বাস্তবায়নে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।