সিলেটের বিশ্বনাথে শতাধিক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে নূর ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সিলেট ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথ শাখার উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হয়।
নূর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আহমদ রাজুর সভাপতিত্বে এবং ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ বিশ্বনাথ শাখার সহকারী প্রধান শিক্ষক রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ কবি কালাম আজাদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন বিশ্বনাথ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিক মিয়া।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দুলাল আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফখরুল ইসলাম খান, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি মাস্টার ইমাদ উদ্দিন, এবং মর্নিং স্টার ট্রাস্টের সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন শিক্ষার্থী ছাদিয়া বেগম।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী আবু সুফিয়ান, রাজন খান এবং খসরু ইমনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এর আগে আয়োজিত নূর ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় ৮০০ শিক্ষার্থী। তাদের মধ্য থেকে ১০০ জন শিক্ষার্থী শিক্ষাবৃত্তি লাভ করে।
আরোও পড়ুন: বিশ্বনাথে ওয়ান পাউন্ড হাসপাতাল পরিদর্শনে চ্যানেল এস’র ফাউন্ডার মাহি