বিশ্বনাথে ওয়ান পাউন্ড হাসপাতাল পরিদর্শনে চ্যানেল এস’র ফাউন্ডার মাহি

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ওয়ান পাউন্ড হাসপাতাল পরিদর্শনে চ্যানেল এস’র ফাউন্ডার মাহি
বিশ্বনাথে ওয়ান পাউন্ড হাসপাতাল পরিদর্শনে চ্যানেল এস’র ফাউন্ডার মাহি
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন চ্যানেল এস’র ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল। বুধবার (২৫ ডিসেম্বর) হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিক্রিয়ায় তিনি বলেন, হাসপাতালটি এখন দৃশ্যমান। এটি দ্রুত নির্মাণকাজ এগিয়ে নিতে প্রবাসীদের দান ও অনুদান অব্যাহত রাখা প্রয়োজন। সেই সঙ্গে দেশের বিত্তবান ও প্রবাসীদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মাহি ফেরদৌস জলিল আরও বলেন, হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু বিশ্বনাথ নয়, সিলেট তথা দেশের মানুষ উন্নত চিকিৎসা সেবা পাবেন। হাসপাতালের সাথে যুক্ত আছেন বিজ্ঞ চিকিৎসক ডা. শানুর আলী মামুন। তার নেতৃত্বে হাসপাতালের নির্মাণকাজ দ্রুত এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের চেয়ারপার্সন, সিইও ডাক্তার শানুর আলী মামুনের সভাপতিত্বে ও স্থানীয় উপদেষ্ঠা কমিটির চীফ-কো-অর্ডিনেটর তজম্মুল আলী রাজু’র পরিচালনায় হাসপাতাল পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দি ওয়ান পাউন্ড জেনারেল হাসপাতালের সেক্রেটারী, কাউন্সিল মো. আয়াছ মিয়া, চ্যানেল এস’র হেড অব প্রোগ্রাম ফারহান মাসুদ খান, চ্যানেল এস’র হেড অব চ্যারিটি এস. হাসান রহমান, চ্যানেল এস সিলেটের প্রধান মঈন উদ্দিন মঞ্জু, লন্ডন বাংলা ভয়েসের ফাউন্ডার, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, সাংবাদিক শাহিন উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী চেরাগ আলী, হাবিবুর রহমান তারেক, কামাল হোসেন, আব্দুল আহাদ, ওয়ান পাউন্ড হাসপাতালের ফাউন্ডার মেম্বার আব্দুল মজিদ, ফারুক আহমদ ফিরোজ, আব্দুল হক শিকদার, জাহাঙ্গীর, আকমল আলী, বদরুল ইসলাম, জায়েদ আলী, ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান, সংগঠক আসাদুজামান নূর আসাদ, মো. রুমেল আলী, হাসপাতালের কো-অর্ডিনেটর শেখ শাহজাহান, হাসপাতালের শুভাকাংঙ্খি অহিদুর রহমান সাগর। এসময় এলাকার মুরব্বীয়ান, যুবক ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে হাসপাতালের ফাউন্ডার মেম্বার শেখ রিহান উল্লাহ মুন্সীর পক্ষে ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান এবং ফাউন্ডার মেম্বার সিকন্দর আলীর পক্ষে যুক্তরাজ্য প্রবাসী জামাতা হাবিবুর রহমান তারেক ফাউন্ডার মেম্বার সার্টিফিকেট গ্রহণ করেন।

আরোও পড়ুন: বিশ্বনাথে নিখোঁজের এক মাসেও মেলেনি গৃহবধূর সন্ধান

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪