জমকালো আয়োজনের মধ্যদিয়ে সিলেটের বিশ্বনাথে ‘মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্স’র জার্সি উন্মোচন করা হয়েছে। গত শনিবার (১৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ার বাজার সংলগ্ন মাঠে জার্সি উন্মোচন ও এ উপলক্ষ্যে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। মিয়ার বাজার ক্রিড়া সংস্থা আয়োজিত ‘মিয়ার বাজার প্রিমিয়ার লীগ ক্রিকেট’র এবারের আসরেও অংশ নিচ্ছে মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্স।
দলটির সভাপতি সোলেমান আলী মাস্টারের সভাপতিত্বে ক্রিকেটার জাহির আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ক্রিড়ানুরাগী ও সমাজসেবক হেলাল আহমদ। জার্সি উন্মোচক হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা সেলিম আহমদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়ার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মজম্মিল আলী, মিরপুর ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুবেদ আলী লখন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্সের মেন্টর আব্বাস আহমদ, মিয়ার বাজার ক্রিড়া সংস্থার সহসভাপতি এমদাদুল হক, জুয়েল আহমদ, কে.আর.ওয়াইয়ের পরিচালক ইয়াদুল হক, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ্ টিপু, দশঘর দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তানভীর আহমদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তখদ্দুস আলী, পীরের বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খয়ের, বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের বাংলাদেশ শাখার সভাপতি ফখরুল আহমদ, মিয়ার বাজার ক্রিড়া সংস্থার জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুর রশিদ আব্দুল্লাহ, ক্রিড়ানুরাগী আফরোজ আলী, মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্সের উপদেষ্টা নেফুর মিয়া, দশঘর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়জুল ইসলাম, জগন্নাথপুর উপজেলার সাবেক ফুটবল খেলোয়াড় নজির মিয়া, দশঘর ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি রুফু মিয়া।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্সের অধিনায়ক হোসাইন আহমদ মোশাহিদ।
পরে, মারুফ এন্ড মুরসালিন স্ট্রাইকার্সের মেন্টর আব্বাস আহমদের সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী ঝুমুর রানী, মোনালিসা মুন, মিলন সাথী, অনামিকা অনু, নিউ শান্তাসহ অনেকে।