বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন
বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন।
বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন
বিশ্বনাথে নানান আয়োজনে বিজয় দিবস উদযাপন।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসটির শুরু হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশন শেষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা প্রশাসক ও ইউএনও সুনন্দা রায়। পরে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিসের অংশগ্রহণে সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে চিত্রাংকন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এবং সাড়ে ১০টায় বিজয় মেলার উদ্বোধন করা হয়। সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে শিক্ষার্থীদের নিয়ে ক্রীড়া ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।

দিবসটির শেষে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সু-স্বাস্থ্য এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনায় দেশের মসজিদ, মন্দিরসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪