কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষ, মাইকিং করে আবারও সংঘর্ষ

Ayas-ali-Advertise
কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষ, মাইকিং করে আবারও সংঘর্ষ
কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষ, মাইকিং করে আবারও সংঘর্ষ
কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষ, মাইকিং করে আবারও সংঘর্ষ
কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ নিয়ে সংঘর্ষ, মাইকিং করে আবারও সংঘর্ষ
Facebook
Twitter
WhatsApp

সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দেওয়াকে কেন্দ্র করে শনিবার রাতে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের পর রবিবার (১৫ ডিসেম্বর) সকালে মাইকিংয়ের মাধ্যমে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয় তিন গ্রামের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। সর্বশেষ তথ্যমতে, পরিস্থিতি শান্ত রাখতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। পুরো এলাকায় এখনো বিরাজ করছে উত্তেজনা।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে, ঘটনার পর আজ আবার উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী মাঠে রয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪