সিলেটের বিশ্বনাথে অধ্যক্ষের নানা অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে এবং শিক্ষকদের যাবতীয় বকেয়া পরিশোধের দাবিতে সর্বাত্মক শিক্ষক কর্মবিরতির কারণে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে কর্মসূচি শুরু হয়।
একই দিন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শিক্ষকদের কর্মবিরতির কারণে তাৎক্ষণিক রবিবার ও সোমবারের পরীক্ষা স্থগিত ঘোষণা করেন অধ্যক্ষ নেছার আহমদ। পরে কলেজের নতুন এডহক কমিটির সভাপতি ময়নুল হকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করেন শিক্ষকেরা।
দীর্ঘদিন ধরে উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আসছেন শিক্ষকেরা। পাশাপাশি বকেয়া পাওনা পরিশোধ না করার বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান তারা। গত ২২ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ১৩টি অভিযোগ উল্লেখ করে লিখিত পত্র দেন শিক্ষকেরা। প্রতিকার না পেয়ে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী রবিবার দ্বাদশ শ্রেণির প্রি-টেস্ট পরীক্ষার দিন সকাল থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে প্রথম দিনের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। অধ্যক্ষ নেছার আহমদ তাৎক্ষণিক রবিবারের পাশাপাশি সোমবারের অর্থনীতি বিষয়ের পরীক্ষাও স্থগিত ঘোষণা করেন।
খবর পেয়ে নতুন এডহক কমিটির সভাপতি ময়নুল হক ও বিদ্যোৎসাহী সদস্য মোনায়েম খান কলেজে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষকদের সাথে বৈঠক করেন। অভিযোগ ও দাবিদাওয়া শোনার পর তারা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর ভিত্তিতে শিক্ষকেরা কর্মসূচি স্থগিত করেন।
কলেজের স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, “নতুন এডহক কমিটির আশ্বাসে আপাতত কর্মবিরতি স্থগিত করেছি।”