সিলেটের বিশ্বনাথে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ডা. মাহমুদুল আমিন বডিবিল্ডিং কম্পিটিশন-২০২৪’। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের ‘বিশ্বনাথ ইনডোর স্টেডিয়াম’-এ এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
১৭ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই কম্পিটিশনে চ্যাম্পিয়ন হন ডা. আমিন জিমের মোহাম্মদ ইমরান এবং রানার্সআপ হন আজাদ জিমের আল-আমিন। তৃতীয় স্থান অর্জন করেন ডা. আমিন জিমের ইমন আলী।
কম্পিটিশনের বিচারকের দায়িত্ব পালন করেন মিস্টার বাংলাদেশের সাবেক চ্যাম্পিয়ন এবং সিলেট জেলা জিম মালিক সমিতির সভাপতি বাবলু মিয়া, সমিতির সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, ডা. আমিন জিমের পরিচালক ফজলুল আমিন ও মুহিবুর রহমান সুজেদ।
সর্ম্পকিত খবর: বিশ্বনাথ ফুটবল ক্লাবের ২০২৫-২৭ সেশনের কমিটি গঠন
পরে, একই স্টেডিয়ামে ২০টি টিমের অংশগ্রহণে ‘ডা. আমিন জিম ইনডোর ফুটবল টুর্ণামেন্ট’ অনুষ্ঠিত হয়। এতে চ্যাম্পিয়ন হয় আইকন টিম বিশ্বনাথ এবং রানার্সআপ হয় ব্রাদার্স এফসি। টুর্ণামেন্টে তৃতীয় স্থান অর্জন করে রুহুল এফসি।