সিলেটের বিশ্বনাথে হাজী আনিছ উল্লাহ এন্ড করফুল বিবি ফাউন্ডেশনের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও শিক্ষানুরাগী নূরুল ইসলামের আয়োজনে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) পৌরসভার হরিকলস গ্রামে ব্যবসায়ী আব্দুর রুপের বাসভবনে প্রগতি সংঘ হরিকলসের ব্যবস্থাপনায় এ শিবির আয়োজন করা হয়।
এই চক্ষু শিবিরের পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ পুরানবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রুপ। প্রগতি সংঘ হরিকলসের সভাপতি আনছার মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি হাজী মো. তৈমুছ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, সহ-সভাপতি ডাক্তার এম. মাহবুব আলী জহির, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী নূরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দয়াল উদ্দিন তালুকদার, পৌর কৃষক দলের আহ্বায়ক নুর আলী, যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন এবং ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের এবং প্রগতি যুব সংঘ হরিকলসের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সর্ম্পকিত খবর:: বিশ্বনাথে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা
চক্ষু শিবিরে মোট ৪১৫ রোগী চিকিৎসা গ্রহণ করেন। এর মধ্যে ৪২ জনের চক্ষু অপারেশন, ২৫৩ জনকে ওষুধ প্রদান এবং ১৫৪ জনকে বিনামূল্যে চশমা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ওসমানীনগরের ভার্ড চক্ষু হাসপাতালের ডাক্তার মো. আব্দুল্লাহ, ডাক্তার প্রদীপ এিপুরা, ডাক্তার আমেনা খাতুন, রুবাইয়া আক্তার, মোস্তাকিমা বেগম এবং জাহাঙ্গীর আলম। সার্বিক সহযোগিতায় ছিলেন শামীম আহমদ ও রেজাউল করিম।