২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে বালাগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ রোববার (২৪ নভেম্বর) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।
সভায় উপস্থিত ছিলেন এবং বক্তৃতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত যোদ্ধা ও কেন্দ্রীয় তালিকাভুক্ত আসাদুজ্জামান গালিব এবং টিপু আহমেদ।
সর্ম্পকিত খবর: ডিসেম্বরে সারাদেশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা
সভায় অন্যদের মধ্যে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. ফয়েজ আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেপী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মুহিবুল্লাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাউদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. কামরুল হাসান, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সিলেট জেলা শাখার সহ-সভাপতি গোলাম রব্বানী, বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মুজিবুর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাফিজ কুতুব উদ্দিন আহমদ, সিলেট জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আলাউদ্দিন রিপন, জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মিছবাহ উদ্দীন মিছলু, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, বালাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, সহ সাধারণ সম্পাদক হেলাল আহমদ, বিএনপি নেতা শেখ জামাল আহমদ খলকু, চুনু মিয়া, মাসুক মিয়া, তজমুল আলী জনি, সাবুল আহমেদ, মিজু আহমেদ লুলু, আশিকুর রহমান, জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম, আব্দুস সবুর, কারী হেলাল আহমেদ, মারুফ আহমদ লিয়াকত, ইমরান আহমদ রুমন, সিদ্দেক আলী, মো. সিরাজুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।