ডিসেম্বরে সারাদেশে অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা

Ayas-ali-Advertise
অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা
অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা।
অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা
অর্থনৈতিক শুমারি উপলক্ষে বালাগঞ্জে অবহিতকরণ সভা।
Facebook
Twitter
WhatsApp

অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের মূল শুমারি কার্যক্রমের সর্বশেষ ও মূল শুমারি আগামী ১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। শুমারি চলাকালে সারাদেশের সকল অর্থনৈতিক ইউনিটের পরিচিতি, অর্থনৈতিক কার্যাবলী, জনবল, সম্পদ এবং ইউনিটের মৌলিক সুযোগ-সুবিধা সম্পর্কিত তথ্যাদি সংগ্রহ করা হবে। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন অর্থনৈতিক শুমারি ২০২৩ প্রকল্পের আওতায় সারাদেশের মাঠ পর্যায়ে কৃষি বহির্ভূত সকল ধরনের প্রতিষ্ঠান ও অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানা এ শুমারির আওতাভুক্ত হবে। সারাদেশে অর্থনৈতিক প্রতিষ্ঠানসমূহের তালিকা ইতোমধ্যেই প্রণয়ন করা হয়েছে।

এদিকে সারাদেশে অনুষ্ঠিতব্য এ শুমারির অংশ হিসেবে বালাগঞ্জে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নিমিত্তে বালাগঞ্জ উপজেলার স্থায়ী শুমারি কমিটির অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ।

সর্ম্পকিত খবর:: ওসমানীনগরে ১১ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সভায় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম আহাম্মদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ.জ.ম সালাহ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. নুরজাহান বেগম হাসি, ওসমানীনগর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও বালাগঞ্জ উপজেলা শুমারি সমন্বয়কারী সুব্রত রঞ্জন হাজরা, বালাগঞ্জ উপজেলা পরিসংখ্যান সহকারী ও অর্থনৈতিক শুমারি প্রকল্পের বালাগঞ্জ জোনের জোনাল অফিসার মো. সাইদুজ জামান চৌধুরী, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক মো. আমির আলী প্রমুখ।

সভায় জানানো হয়, বালাগঞ্জে শুমারি চলাকালে ৩ হাজার ৬২টি প্রতিষ্ঠান এবং ২ হাজার ২শ ২টি অর্থনৈতিক কার্যক্রমসম্পন্ন খানার তথ্যসংগ্রহ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪