সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে স্থানীয় আলমনগর গ্রামে আবুল হোসেনের বাড়িতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অলংকারী ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমির কামাল আহমদের সভাপতিত্বে নবনির্বাচিত সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমির নিজাম উদ্দিন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, আবদুল মুখছিত আখতার, অলংকারী জামায়াত নেতা হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আলী, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাবেল আহমদ, অলংকারী জামায়াতের সদস্য নাজিম উদ্দিন।
শুরুতে কুরআন তেলাওয়াত করেন অলংকারী ইউনিয়ন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আতিকুর রহমান।
সর্ম্পকিত খবর:: বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
সমাবেশে অলংকারী ইউনিয়ন জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন আমির কামাল আহমদ, সেক্রেটারি জয়নাল আবেদীন, এসিস্ট্যান্ট সেক্রেটারি মকবুল আহমদ, আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, বায়তুলমাল সেক্রেটারি আবুল কালাম, অফিস ও পাঠাগার সেক্রেটারি ফরিদ আহমদ, কৃষি বিষয়ক সেক্রেটারি লিয়াকত আলী, প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফিজুর রহমান রাজু, সহপ্রচার ও মিডিয়া সেক্রেটারি মোহাম্মদ আলী, শ্রম বিষয়ক সেক্রেটারি বশির আহমদ, সহশ্রম বিষয়ক সেক্রেটারি নিজাম উদ্দিন, যুব ও ক্রিড়া সেক্রেটারি কাওছার আহমদ, ওলামা সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, ওলামা এসিস্ট্যান্ট সেক্রেটারি রাবেল আহমদ, সমাজকল্যাণ সেক্রেটারি আলী হোসেন, সহসমাজকল্যাণ সেক্রেটারি মিছির আলী, স্বাস্থ্য সেবা সেক্রেটারি ডা. আব্দুর রুপ, শিল্প ও বাণিজ্য সেক্রেটারি ফখরুল ইসলাম, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি মাস্টার নাজিম উদ্দিন, সদস্য কুতুব আলী, লুৎফুর রহমান, বাবুল মিয়া, জমশেদ আলী, আলিম উদ্দিন, শরীফ উদ্দিন, আবদুল মুকিত, আজিজুল বারী হেলাল, ইসমাইল আলী, নুরুল ইসলাম