বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২০২৫-২০২৬ সেশনের নতুন কমিটি গঠনের ধারাবাহিকতায় সিলেটের বিভিন্ন উপজেলা ও পৌরসভায় নতুন নেতৃত্বের দায়িত্ব বণ্টনের পর বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এক সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা নির্বাচন পরিচালনা কমিটির সহকারী পরিচালক ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমেদ।
বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম। সভা শেষে প্রধান অতিথি বিশ্বনাথ উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
বিশ্বনাথ উপজেলা শাখায় পুনরায় মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী আমীর এবং মোহাম্মদ মতিউর রহমান সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন। বিশ্বনাথ পৌর শাখায় প্রথমবারের মতো মাওলানা এইচ.এম. আখতার ফারুক আমীর এবং জাহেদুর রহমান সেক্রেটারী পদে নির্বাচিত হয়েছেন।
২০২৫-২০২৬ সনের বিশ্বনাথ উপজেলা কমিটিতে নায়েবে আমীর পদে মাস্টার ইমাদ উদ্দিন, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদে মাস্টার বাবুল মিয়া ও মাওলানা আব্দুল মুকসিত আখতার, বায়তুলমাল সেক্রেটারী পদে মো. আশিকুর রহমান, অফিস ও পাঠাগার সেক্রেটারী পদে মো. আব্দুল মালিক, কৃষি বিষয়ক সেক্রেটারী পদে মো. আব্দুর রহিম, প্রচার ও মিডিয়া সেক্রেটারী পদে হাফিজ মোহাম্মদ আলী, শ্রম বিষয়ক সেক্রেটারী পদে হাবিবুর রহমান এবং যুব ও ক্রীড়া সেক্রেটারী পদে গিয়াস উদ্দিন সাদী নির্বাচিত হয়েছেন।
সর্ম্পকিত খবর: জামায়াতের নতুন কমিটিতে বিশ্বনাথের দায়িত্ব পেলেন যারা
২০২৫-২০২৬ সনের বিশ্বনাথ পৌর কমিটিতে নায়েবে আমীর পদে আব্দুস সোবহান, এসিস্ট্যান্ট সেক্রেটারী পদে তালেব আহমদ গোলাপ এবং আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য পদে শাহিন আহমদ রাজু, মাওলানা হাবিবুর রহমান ও এখলাসুর রহমান এবং মজলিশে শূরা সদস্য পদে কাওছার আহমদ নাহিন ও মাওলানা আব্দুল গাফ্ফার নির্বাচিত হয়েছেন।