বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন শাখার ২০২৫-২০২৬ কার্যকালের নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে খাজাঞ্চী ইউনিয়নে আয়োজিত কর্মী সমাবেশে এ কমিটি গঠন করা হয়।
খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের নবনির্বাচিত আমীর গিয়াস উদ্দিন সাদীর সভাপতিত্বে এবং সেক্রেটারী আব্দুল ওয়াদুদের পরিচালনায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার অন্যতম সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমীর মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারী মাষ্টার বাবুল মিয়া, এবং মাওলানা আব্দুল মুকসিত আখতার। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল মালিক, আব্দুর রহিম এবং হাফিজ মোহাম্মদ আলী।
সর্ম্পকিত খবর:: বিশ্বনাথ উপজেলা ও পৌর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন
কর্মী সমাবেশ শেষে গিয়াস উদ্দিন সাদীকে খাজাঞ্চী ইউনিয়ন শাখার আমীর ও আব্দুল ওয়াদুদকে সেক্রেটারী করে ২১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়।