ওসমানীনগরে ১১ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

Ayas-ali-Advertise
পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওসমানীনগরে ১১ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
ওসমানীনগরে ১১ হাজার পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের ওসমানীনগর উপজেলার সৈয়দপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। সোমবার (১৮ নভেম্বর) রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযানে এগারো হাজার ২৪৫ পিস ইয়াবাসহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে র‌্যাবের একটি আভিযানিক দল।

ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাবের গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ইয়াবার চালান উদ্ধার ও এক ব‌্যাক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নুরুল আফসার (৪৮) ফেনী জেলার উত্তর ফরহাদ নগরের মৃত নুরুল ইসলামের ছেলে।

সর্ম্পকিত খবর:: যেভাবে সিলেট ছেড়ে লন্ডনে পৌঁছালেন আনোয়ারুজ্জামান

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদক দ্রব্য সিলেট জেলার ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান অভিযানসমূহ অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯ এর সদর দপ্তর।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪