সিলেটের বিশ্বনাথের অলংকারী ইউনিয়নের লালটেক (দারগাবাড়ি) গ্রামের সাবিলিল্লাহ্ প্রজেক্ট আয়োজিত “আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতা”-এর পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে স্থানীয় আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সাবিলিল্লাহ্ প্রজেক্টের বাংলাদেশ টিম প্রধান মোহাম্মদ আজম আলী-এর সভাপতিত্বে এবং সদস্য মাসুক আহমদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রধান ড. মো. জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ব্যবসায়ী মাওলানা বুরহান হোসাইন, এবং কামাল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা জিয়াউল হক।
শুরতে কুরআন থেকে তেলাওয়াত করেন সাবিলিল্লাহ্ প্রজেক্টের সদস্য মাওলানা হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সদস্য আনোয়ার হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া ও সাবিলিল্লাহ্ প্রজেক্টের সদস্য আব্দুল মজিদ বিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার উপদেষ্টা সদস্য হাফেজ আব্দুল কাদের, আব্দুল হামিদ ও আখলিছ আলী, সাবিলিল্লাহ প্রজেক্ট বাংলাদেশ শাখার সদস্য ইউসুফ আলী, রাকিব আহমদ রুবেল, মনসুর আলী, আলী আহবাব মাসুম, খায়রুল আমিন, সুলতান আহমদ, হোসাইন আহমদ, আহমদ আলী, বুরহান উদ্দিনসহ বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
সর্ম্পকিত খবর: বিশ্বনাথে উৎসাহ-উদ্দীপনায় সম্পন্ন হলো ৩য় ডেফোডিল মেধাবৃত্তি পরীক্ষা
অনুষ্ঠানে কুরআন প্রতিযোগিতাকে স্মরণীয় করে রাখতে সাবিলিল্লাহ প্রজেক্ট প্রকাশিত স্মারক “হেরার আলো”র মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন কামাল বাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি একেএম মনোওর আলী।
উল্লেখ্য, আলমাছ আলী ও ছালেহা বেগম হিফজুল কুরআন প্রতিযোগিতা ক, খ ও গ বিভাগে মেধাবৃত্তি পেয়েছেন ৯জন। এছাড়াও ওই তিন বিভাগে সাধারণ বৃত্তি পেয়েছেন ৩০জন। সবমিলিয়ে তাদের মধ্যে নগদ ১ লক্ষ ৫২ হাজার ৫শ টাকা বিতরণ করা হয়।