Search
Close this search box.

বিশ্বনাথে লজ্জতুন্নেছা বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

লজ্জতুন্নেছা বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি
লজ্জতুন্নেছা বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে আলহাজ্ব লজ্জতুন্নেছা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার খাজাঞ্চীতে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠার দীর্ঘ চার দশক পূর্তি উদযাপন এবং প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর বিষয়ে আলোচনা করা হয়।

বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক, প্রাক্তন শিক্ষার্থী সিরাজ উদ্দিন আহমদ ও একাডেমির সহকারী প্রধান শিক্ষক মোকাব্বির আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোস্তাক আহমদ রুহেল।

বন্ধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী সুহেল মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন শিক্ষার্থী ও আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমদ, আমিনুল ইসলাম, ফেরদৌস আহমদ, আব্দুল মালেক, শাবানা বেগম, আমিনুল ইসলাম বেলাল, শুভা আক্তার আঙ্গুরা, আকবর হোসেন সুহেল, আক্তার হোসেন, এবং রিয়াজ উদ্দিন। সভার শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন প্রাক্তন শিক্ষার্থী রবিউল ইসলাম।

সর্ম্পকিত খবর:  বিশ্বনাথে উপজেলা শিক্ষা অফিসার মাহমুদুল হকের অপসারণ দাবিতে বিক্ষোভ

সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী উপলক্ষে একটি উপদেষ্টা কমিটি এবং প্রায় ১৪টি উপ-কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া, আগামী বছরের ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণসহ নানা বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে, মহান মাবুদের দরবারে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম পীর লিয়াকত হোসাইনসহ বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকল মরহুমের মাগফিরাত ও জীবিতদের সুস্বাস্থ্য কামনা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত